শনিবার, নভেম্বর ২২, ২০২৫
Led05অর্থনীতি

ডিলার ও খামারিদের নিয়ে আফতাবের ‘রিজিওনাল মিট’

লাইভ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের রূপসীতে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর (শনিবার) সকালে রূপগঞ্জের ‘রূপসী ফিড মিল’ এ ওই কর্মসূচী উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহাবুবুর রহমান সরকার।

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এই অঞ্চলের নিবেদিতপ্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত মানসম্মত ফিড নিশ্চিত করা করতে কর্মসূচীর আয়োজন করে।

প্রতিষ্ঠানের দাউদ হেলাল ফাহিম (ম্যানেজোর,অপারেশন)- এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড এ শ্লোগানে সিইও মাহাবুবুর রহমান সরকারের লক্ষ্য ছিল- স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা করা। এবং দেশের অর্থনীতিকে গতিশীল করা এবং নিরাপদ প্রাণীজ প্রোটিনের যোগান নিশ্চিত করা।

এই কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ নিউট্রিশন: তানভীর হোসেন, এজিএম টেকনিকাল সেলস (ফিশ); সাব্বির আনোয়ার, কৃষিবিদ মো: রফিকুল ইসলাম শুভ (ম্যানেজার স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট), ঢাকার আরএসএম রাজীব চক্রবর্তী সহ সিলেট ঢাকা টীম এবং মার্কেটিং লিড জাকিয়া সুলতানা।

RSS
Follow by Email