অপারেশন ডেভিল হান্ট: বন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ:
কলাগাছিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এ নেতাকে আটক করা হয় । তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত সোরহাব মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ১১(১১)২৫নং মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
