শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Led02বন্দর

নারায়ণগঞ্জে ভূমিকম্প: বন্দরে তুলার কারখানায় আগুন

লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ভূমিকম্পের পর বন্দরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । শুক্রবার (২১ নভেম্বর) ওই দুর্ঘটনায় প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়। তবে, হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে টানা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরই বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারে স্পার্ক হয়ে আগুন কারখানার ভিতরে থাকা তুলায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়।

কারখানার মালিক দুলহাস মিয়া জানান, ভূমিকম্পের সময় শ্রমিকরা কাজ করছিলেন। কাছে থাকা বৈদ্যুতিক তারের ঘর্ষণে আগুনের ফুলকি তুলায় পড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তার কারখানার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, কারখানার ভেতরে থাকা হাইড্রলিক প্রেসের তেলের ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে, যা আগুনকে আরও ভয়াবহ রূপ দেয়।

তুলা ব্যবসায়ী মনির হোসেন জানান, কারখানায় বিভিন্ন ব্যবসায়ীর রফতানিযোগ্য তুলা মজুত ছিল, যা আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জুন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গণী বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পাশে ডোবা থাকায় পানি সংগ্রহে সুবিধা হয়েছে। তবে এত বড় কারখানায় কোনো ফায়ার সেফটি ছিল না, এটি তদন্ত করে দেখা হবে।’

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

RSS
Follow by Email