বিভেদের রাজনীতি নয় , অংশীদারিত্বের উন্নয়নই হবে প্রতিটি পদক্ষেপ: মাসুদুজ্জামান
প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জের ২০ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী, শান্তিপূর্ণ ও উৎসবমুখর গণসংযোগ কর্মসূচি। ২১ নভেম্বর আয়োজিত এই কর্মসূচিটি বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ-এর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এতে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানকে সমর্থন জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গণসংযোগটি দুপুরে বন্দরের সোনাকান্দা থেকে সূচনা হয়। এলাকাবাসীর শুভেচ্ছা, শ্লোগান এবং ব্যানার-ফেস্টুনে মুখরিত পরিবেশে দীর্ঘ মিছিলটি অগ্রসর হয় ২০ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগটি সমাপ্ত হয়।
এলাকার তরুণ, প্রবীণ, নারীসহ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ গণসংযোগটিকে রূপ দেয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ প্রদর্শনীতে। অংশগ্রহণকারীরা বলেন, সমাজসেবা, মানবিক উদ্যোগ ও খেলাধুলার উন্নয়নে মাসুদুজ্জামানের দীর্ঘদিনের ভূমিকা তাঁদেরকে নতুন আশার দিগন্ত দেখিয়েছে। তাই তাঁকে নিজেদের প্রতিনিধি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।
গণসংযোগের শুরুতেই মাসুদুজ্জামান বলেন— “আজকের ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ আহত ও নিহত হওয়ার বেদনাদায়ক খবর পাওয়া যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল আন্তরিক সমবেদনা। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের তাওফিক দেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও মানুষকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন।”
তিনি আরও বলেন, বন্দরের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধান করা এবং ২০ নং ওয়ার্ডের মানুষের প্রত্যাশা, অধিকার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। আমি বিশ্বাস যাই – এই এলাকার মানুষ পরিবর্তন চায়, চায় সৎ, নিবেদিতপ্রাণ ও জনমুখী নেতৃত্ব। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব – ইন শা আল্লাহ। সুশাসন, উন্নত সেবা, তরুণদের জন্য সুযোগ সৃষ্টি ও সার্বিক উন্নয়ন – এগুলোই হবে আমাদের কাজের মূল লক্ষ্য। জনগণের প্রতি আস্থাকে ভিত্তি করেই আমরা গণতান্ত্রিক চর্চা ও উন্নয়নের পথচলা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। বিভেদের রাজনীতি নয় – অংশীদারিত্বের উন্নয়নই হবে আমাদের প্রতিটি পদক্ষেপের কেন্দ্রবিন্দু।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক; আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন। বিএনপি বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, আহমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক, বন্দর থানা যুবদল, আলী নওশাদ তুসার, সাবেক সাংগঠনিক সম্পাদক,বন্দর থানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, মসিউর রহমান মশি,স্বেচ্ছাসেবক দলের বন্দর থানা সদস্য সচিব, শাহাদুল্লা মুকুল, বিএনপি সভাপতি, কলাগাছিয়া ইউনিয়ন, নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক, বিএনপি, কলাগাছিয়া ইউনিয়ন, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন; জিল্লুর রহমান, ২০ নং ওয়ার্ডের সভাপতি, মনির পাঠান, সাধারণ সম্পাদক, ২০ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সম্মানিত সভাপতি ও সেক্রেটারি, স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
পুরো কর্মসূচি জুড়ে স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রাখেন। সড়কজুড়ে মানুষের ঢল থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলা বা অসুবিধার সৃষ্টি হয়নি। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
