নির্বাচনী এজেন্ট প্রশিক্ষনে জব্বার ‘প্রিয় মাতৃভূমির জন্য সৎ ও ভালো মানুষের নেতৃত্ব প্রয়োজন’
লাইভ নারায়ণগঞ্জ:
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতিমুক্ত করা, আর এর জন্য সৎ ও ভালো মানুষের নেতৃত্ব প্রয়োজন। সমাজে যারা অসৎ বা দুর্নীতিগ্রস্ত সাময়িক ভাবে তাদেরকে অনেকে ভয় পেলেও সাহসীকতার সাথে ভুমিকা রাখতে পারলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আগামী সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এ কথা বলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণ প্রোগাম অনুষ্ঠিত। শুক্রবার ২১ শে নভেম্বর ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন স্থানীয় এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ প্রোগাম আয়োজন করে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জব্বার।
নির্বাচনে এজেন্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়া ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত অংশগ্রহণ করেন।
