শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Led03রাজনীতি

মাও. মইনুদ্দিন আহমাদ’র গণসংযোগ: বন্দর ২৩ নং ওয়ার্ডে ব্যাপক সাড়া

লাইভ নারায়ণগঞ্জ:
​আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর বন্দরে ২৩ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।

​মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই গণসংযোগে অংশ নেন। প্রার্থীকে স্বাগত জানাতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

​বাদ আসর শুরু হওয়া এই গণসংযোগটি ২৩ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কের অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সাধারণ ভোটারদের সাথে সরাসরি কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং জামায়াত নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের প্রতি মঈনুদ্দিন আহমাদ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিন বলেন, “মাওলানা মঈনুদ্দিন আহমাদ একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবেন এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর থাকবেন ইনশাআল্লাহ।”

​স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্না, মহানগরী শুরা সদস্য মো জাকির হোসাইন,বন্দর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহামান, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম সহ থানার সকল কর্ম পরিষদ নেতৃবৃন্দ ।

RSS
Follow by Email