বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
Led02ফতুল্লা

মেলায় ঘুরার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ:
ফতুল্লায় মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় ১নং আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামীর কাউছার (৩০) পাগলা বউ বাজার এলাকার বাসিন্দা। পিতার নাম মোজাম্মেল মুন্সি।

১৯ নভেম্বর দিবাগত মধ্য রাতে তাকে সাইনবোর্ড এলাকা থেকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১১ জানিয়েছে।

র‌্যাব-১১ জানায়, মামলার বাদী একজন ট্রাক চালক এবং উনার নাবালিকা ১৩ বছরের বোন ভিকটিম একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ভিকটিমের খালাত বোনের জামাই কাউছার ভিকটিমকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা হতে বের করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে মেলায় না নিয়া ফতুল্লার পশ্চিম নয়ামাটি রেললাইন জনৈক আলম মিয়া, পিতা-মৃত আওলাদ মিয়ার ৪র্থ তলা বাড়ীর নিচ তলার উত্তর পাশের ভাড়াটিয়া কক্ষে নিয়ে, বুদ্ধি প্রতিবন্ধী নাবালিকা ভিকটিম (১৩) কে ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমের খালাতো বোনের জামাই কাউছার ও তার বন্ধু আওয়াল মিলে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিম অসুস্থ বোধ করলে বিবাদীদ্বয় অজ্ঞাত নামা একটি অটোতে করে ভিকটিমকে বাসায় পাঠিয়ে দেয়। ভিকটিম অনুমানিক রাত ১১টার সময় বাসায় এসে ঘটনাটি ভিকটিমের ভাই বাদী ইব্রাহিম হাওলাদার কে জানায়। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি ঘটার পরপরই বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মামলাটি রুজু হওয়ার পর, মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১,সিপিএসসি কোম্পানি,নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি এর যৌথ আভিযানিক দল ২০ নভেম্বর রাত ১ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার এজাহারনামীয় ১নং আসামি কাউছার (৩০), পিতা-মোজাম্মেল মুন্সি, সং-পাগলা বউ বাজার, থানা-ফতুল্লা,জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

RSS
Follow by Email