বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
Led01জেলাজুড়ে

সংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ডিসি ‘সবাইকে সমানভাবে ট্রিট করতে চাই’

লাইভ নারায়ণগঞ্জ:
আমাদের কাছে সবাই সমান। আমরা সবাইকে সমানভাবে ট্রিট করতে চাই। আমরা কাউকে আইন ভাঙ্গতেও দিবো না, কাউকে আলাদা সুবিধাও দিবো না। নিয়ম যেটা সেটা সবার জন্য সমান। সেটাই আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের উদ্দেশ্য। সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ডিসি রায়হান কবির বলেন, ডিসির কাজ হচ্ছে সমন্বয় করা। ডিসির জন্য আলাদা কোন বরাদ্দ থাকে না। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়। ডিসির কাজ হচ্ছে, ওই বরাদ্দটা ঠিকমতো নিয়ম-নীতি মেনে খরচ হচ্ছে কি না তা নিশ্চিত করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হলেও এই শহরে মানুষের সংখ্যা অনেক বেশি। এই ছোট জায়গায় এক কোটির মধ্যে ৭০ ভাগ ভাসমান। তারা এখানে আসে রুজি-রোজগারের জন্য। ছোট জায়গায় বেশি মানুষ হলে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরী হয়। আমরা কতটুকু ভালো রাখতে পারি সেটা চেষ্টা করা দরকার।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, আমরা জানি, জেলা প্রশাসক স্বল্প মেয়াদের জন্য এসে আমুল পরিবর্তন করতে পারবেন না। জেলা প্রশাসকের অনেক দায়িত্ব, তিনি সে দায়িত্ব পালন করবেন। সামনে নির্বাচন। আসন্ন নির্বাচনে আমরা জেলা প্রশাসকের নিরেপক্ষ অবস্থান চাই।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, মাথায় যন্ত্রণা থাকলে কোনোকিছুই ভালো লাগে না। সুস্থ্যতা দরকার। নারায়ণগঞ্জ শহর এখন অসুস্থ, বসবাসের অযোগ্য। আমরা সমাধান চাই, কিন্তু পাইনি। রাজনৈতিক নেতাদের সমাধান না করার কারণ আছে। এখন থেকে তাদের আয়ের বিষয় আছে। কিন্তু জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি থাকবে- যানজট নিরসনে একটি কমিটি গঠন করে, একমাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

RSS
Follow by Email