বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
Led05রূপগঞ্জ

ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

লাইভ নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় মোটরসাইকেল ছিনতাই চক্রের চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মোঃ শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ ও পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন। বুধবার সকালে র‍্যাব-১১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত কয়েক মাস আগে রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে সংঘবদ্ধ ডাকাত দল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতিতে জড়িত। ৩০০ ফিটে সক্রিয় এই ডাকাত দলটির অস্ত্র ক্রয় করবে মর্মে একটি সংবাদ র‍্যাব-১১ এর কাছে আসে। পরবর্তীতে র‍্যাব-১১ তাদের অবস্থান শনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারের জন্যে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে। সামির ও তার ৩ জন সহযোগীদের কাছ থেকে ডামি রিভলবার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়।

RSS
Follow by Email