উঠান বৈঠকে মশিউর রনি “শামীম ওসমানের কথায় আমাকে গুম করা হয়েছিল”
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বিগত দিনে এই এলাকার সাংসদ শামীম ওসমান এই সমাজের মানুষকে মাদক ব্যবসা করতে বাধ্য করত। এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালাতো। আজকে ভাগ্যের কি পরিহাস, স্বৈরাচার শেখ হাসিনা সহ তারা সবাই পালিয়েছে। এই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিনা অপরাধে অনেককেই ফাসির রায় দিয়ে তা কার্যকর করেছে। আজকে সেই ট্রাইব্যুনালে স্বৈরাচার হাসিনার বিচার হয়েছে।
১৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ভুইগর নিতাইপুর এলাকায় উঠান বৈঠকে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মশিউর রহমান রনি ।

এ সময় তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরাচার শেখ হাসিনা তিন বছরের বেশি সময় কারাগারে রেখেছিল।
এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ নেতাকর্মীদের নামে একাধিক মামলা করে জেল খাটিয়েছে। শুধু তাই নয় আমার নামেও প্রায় শতাধিক রাজনৈতিক মামলা করেছে। এমনকি শামীম ওসমানের কথায় আমাকে গুম করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলাম।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি আরো বলেন, আমি এই নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। এখন এই মনোনয়ন পাওয়ার জন্য অনেকেই মাঠে নেমেছেন। আমি মনে করি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে হামলা- মামলা শিকার হয়েছে তাদের মধ্যেই যেন কাউকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহের কমতি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলেই ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আছি ।
