মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Led02রাজনীতিসোনারগাঁ

না.গঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ:
বিএনপির প্রাথমিক প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারীদের সোনারগাঁও জুড়ে চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী উল্লেখ করে এবং মান্নানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানানো হয়েছে। এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রাথমিক প্রার্থী।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় ডাচবাংলা ব্যাংকের সামনে মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন। এতে সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, আমরা চাইনা আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাসি ঠাট্টার বস্তু হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজ বলে, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে। তাছাড়া মান্নানের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই সংসদ নির্বাচনের জন্য। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়?

মানববন্ধন শেষে মান্নানের মনোনয়ন বাতিলে নানা স্লোগানে বিক্ষোভ র‌্যালি বের করে নেতাকর্মীরা। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে শুরু করে সানারপাড় মোড় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

RSS
Follow by Email