নানা আয়োজন পালিত হলো না.গঞ্জে তারুণ্যের উৎসব
লাইভ নারায়ণগঞ্জ:
তরুণদের অংশগ্রহনে খেলার মাঠ পরিস্কারকরণ, সচেতনতামূলক র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রীণ ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মশালা মাধ্যমে উদযাপিত হলো “ তারুণ্যের উৎসব ২০২৫”।
সোমবার পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দেলপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে ওই উৎসব পালন করা হয়।
তরুণদের অংশগ্রহনে জিরো ওয়েষ্ট বিগ্রেড/স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খেলার মাঠ পরিস্কারকরণ, সচেতনতামূলক র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রীণ স্কুল ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অধ্যক্ষ সৈয়দ মনিরুজ্জামান (মুকুল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মো: হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ হুজ্জাতুল ইসলাম।
এরপর একটি সচেতনতামূলক র্যালি অনুষ্টিত হয় এবং গ্রীণ ক্যাম্পেইন স্কুল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলসহ আরও ৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া স্কুল শিক্ষার্থী/তরুণদের অংশগ্রহণে খেলার মাঠ পরিষ্কার করা হয় এবং সচেতনাতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে স্কুলের শিক্ষকবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
