মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Led04ফতুল্লা

আবারও পার্কিং করা বাসে আগুন

লাইভ নারায়ণগঞ্জ:
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জে সড়কে পাকিং করা বাসের ঘটনার একদিন পওে এবার ফতুল্লায় সড়কের পাশে পার্কিং করা আরেকটি একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ দগ্ধ হয়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। চালক ও হেলপারের সচেতনতার কারণে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা বাসে আগুন দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।

RSS
Follow by Email