সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
Led04পরিবহন

অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা

লাইভ নারায়ণগঞ্জ:
ইউসুফ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সে পেশায় আটোচালক ছিলেন। ফতুল্লা রেলস্টেশন এলাকায় ভাড়া থাকতেন। রোববার (১৬ নভেম্বর) ভোরে রায়েরবাগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের ইয়ামাহা-হোন্ডা শোরুমের সামনে তার লাশ দেখতে পান পথচারীরা।

ভোররাতে পথচারীরা তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে হলে, তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে জানানো হয়, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ইউসুফকে হত্যা করা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানার এলাকায় ঘটায় তারা তদন্ত করছে।

যাত্রাবাড়ী থানা পুলিশের একটি সূত্র জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের ওপর ইউসুফকে পড়ে থাকতে দেখে পথচারীরা। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহতের মা আলো বেগম জানান, তার ছেলে শনিবার দুপুর তিনটার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। রাত দশটার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বহু খোঁজাখুঁজির পর ভোরে জানতে পারেন রায়েরবাগে মহাসড়কের ওপর ইউসুফের লাশ ফেলে রাখা হয়েছে।

নিহত ইউসুফের এক বছরের একটি সন্তান রয়েছে। স্ত্রীর নাম সোনিয়া বেগম। গ্রামের বাড়ি বরিশালের কলাপাড়া থানার দানখালি গ্রামে। তারা বর্তমানে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ভাড়া থাকতেন।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে পরিবার।

RSS
Follow by Email