ডেঙ্গু আক্রান্ত টিপুর বাসায় মাসুদুজ্জামান, পাশে ছিলেন শাখায়াত-নুরুল
লাইভ নারায়ণগঞ্জ: রাতে মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীতা বিরোধীতা করলেও পর দিন বিকালে এক ফ্রেমে দেখা মিলেছে মহানগর বিএনপির দুই শীর্ষ নেতার। ডেঙ্গুতে আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। রবিবার (১৬ নভেম্বর) বিকালে তার আমলাপাড়ার বাসায় দলবল নিয়ে দেখতে যান নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান। এসময় সেখানে মহানগর বিএনপির আহবায়ক এড. শাখায়াত হোসেন খানও উপস্থিত ছিলেন।
এর আগের দিন রাতে শনিবার(১৫ নভেম্বর) মহানগর বিএনপির সদস্য সচিব ও আহবায়ক দুইজনেই মাসুদুজ্জামনের প্রার্থীতা বিরোধীতা করে ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছিলেন। সেখানে তারা উভয়েই নারায়ণগঞ্জ-৫ আসনে অন্য প্রার্থীর নাম ঘোষণার দাবি করেছিলেন।
মাসুদুজ্জামানের বিরুদ্ধে বক্তব্য ও বিষোদগার করারও পরও তাদের সাথে হাস্যোজ্জ্বল ছবি নারায়ণগঞ্জ রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। আশা করা হচ্ছে মাসুদুজ্জামনের দক্ষতায় বিএনপি নিজেদের মধ্যে সৌহার্দ্যতায় ফিরে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে।
ডেঙ্গুতে আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে মাসুদুজ্জামানের সাথে মহানগর বিএনপির আহবায়ক এড. শাখায়াত হোসেন খানের পাশপাশি আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নুরুল ইসলাম সরদারসহ বিভিন্ন নেতাকর্মী।
