আমরা ধানের শীষ ছাড়া কিছুই বুঝি না: মশিউর রনি
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পঞ্চবটি এলাকায় এই গণসংযোগ শেষে তিনি দলীয় আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিকেল সাড়ে ৪টায় পঞ্চবটি এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়। গণসংযোগ শেষে মশিউর রহমান রনি তার বক্তব্যে তারেক রহমানের প্রতি তার আনুগত্যের কথা তুলে ধরেন এবং রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।
তিনি বলেন, “তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজ পথে থাকবো, এবং ধানের শীষের প্রতীকের জন্য কাজ করে যাবো। ধানের শীষ ছাড়া কিছুই বুঝি না।
দলীয় আদর্শ ও প্রতীকের প্রতি তার এবং নেতাকর্মীদের গভীর অনুভূতির কথা ব্যক্ত করে তিনি মন্তব্য করেন, আমাদের ‘শরীরের শিরায় শিরায় যেমন রক্ত তেমন আমারা তারেক রহমানের ভক্ত’, শিরায় শিরায় রক্ত আমরা ধানের শীষের ভক্ত। আমরা ধানের শিষ ছাড়া কিছুই বুঝি না।”
এই গণসংযোগের মাধ্যমে মশিউর রহমান রনি বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যগুলো জনগণের কাছে তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকের জন্য সমর্থন চান।
