তারেক রহমানের কাছে হাত জোর করে জানাই না.গঞ্জ-৫ আসনকে বাঁচান: টিপু
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলীয় হাইকমান্ডের কাছে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগানকে ধার করে বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচাও, নারায়ণগঞ্জ-৫ আসনকে বাঁচাও’। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলো ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আমিও তেমনি বলতে চাই ‘নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচাও, নারায়ণগঞ্জ-৫ আসনকে বাঁচাও’। আমরা আজ এখানে কেনো বসেছি, কারণ আমরা ঐক্যবদ্ধা বিএনপি চাই। কারণ গত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের যে নির্যাতন করেছেন, সেটা থেকে রক্ষা পেতে না পেতেই, আবার পার্শ্ববর্তী দেশ থেকে তার হত্যার বিচারের মুখোমুখি হতে হবে তাই, ১৭ তারিখ থেকে মিশনপাড়া থেকে বিশাল প্রতিবাদ সমাবেশ করবো। তাই সেখানে সবাইকে থাকার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন ৩টি ক্যাটাগড়িতে নির্বাচনের মনোনয়ন দিবে, সেটাতে ভেবেছিলাম এবার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ণ হবে। দলীয় কৌশলগত কারণে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন ঘোষণা দিয়েছেন। যাকে মনোনয়ণ দিয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনে, তার ব্যাপারে আমাদের বলার কিছু নাই। তার ব্যাপারে জনগণ যানে। মহাসচিব সাহেব বলেছিলেন এটা চূড়ান্ত না। ছোট ভাই যেমন বড় ভাইয়ের কাছে আবদার জানায় তেমনি আমরাও আমাদের অভিভাবক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হাত জোর করে আবেদন জানাই নারায়ণগঞ্জ-৫ আসনকে বাঁচান। যাতে মনোনয়ন যেন পুনর্বিবেচনা করা হয়। আমরা চাই যারা মাঠের লোক যারা ত্যাগী, যারা জেল জুলুম খেটেছেন তারাই যেন আসন্ন নির্বাচনে মনোনয়ন পায়। তৃণমূল থেকে বিবেচনা করে মনোনয়ন দেয়া হোক। আমরা এখানে এসেছি আমরা ঐক্যবদ্ধ হতে। আমাদের নেতার কাছে অনুরোধ থাকবে রিভিউ করা। যদি সিদ্ধান্ত চেঞ্জ করে তাহলে ভালো না করলে আমরা জিয়া পরিবারের জন্য, ধানের শীষের পক্ষে কাজ করবো।”
