রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
Led05রাজনীতি

আমরা চাই নারায়ণগঞ্জ-৫ আসনে ত্যাগীদের মূল্যায়ন করা হোক: আবুল কাউসার আশা

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল ঐক্যবদ্ধ থাকবে এবং এটি একজন অভিভাবকের অধীনে নির্বাচন করার মতো হবে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে মনোনয়নবঞ্চিত পাঁচ নেতাসহ মহানগরের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আবুল কাউসার আশার বলেন,”গত ফ্যাসিস্ট আমলে আমরা কষ্ট করেছি পাশাপাশি আমাদের পরিবার গুলাও সাফার করেছে। মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে যারা, কারা বরণ করেছেন তাদের মধ্যে যদি কাউকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমরা কাজ করবো। একটা রাজনৈতিক ব্যাক্তিত্ব আর একটা অরাজনৈতিক ব্যাক্তিত্বর মধ্যে পার্থক্য আছে। মহানগর বিএনপির সদস্য সচিব টিপু কাকার সাথে আমার বিরোধ ছিল এটা সবাই জানে। কিন্তু আমি যখন টিপু কাকাকে জড়িয়ে ধরেছি সব ঠিক হয়ে গেছে, তিনি কিন্তু সেটা মনে রাখেননি। কিন্তু একটা অরানৈতিক ব্যাক্তি সেটা কখনোই বুঝবে না। আমার একসাথে অনেকে এজলাশে দাঁড়িয়েছি। আজকে থেকে একটা ঐক্যবদ্ধ বিএনপি পাবেন। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

তিনি আরও বলেন, কোন কারণে যদি আমার বাবা আবুল কালাম মনোনয়ন নাও পায় এই মঞ্চে থাকা যেই মনোনয়ন পাবে আমরা তার পক্ষেই কাজ করবো। আমরা একসাথে জেল খেটেছি, হাজিরা দিয়েছি। আমাদের কষ্ট বাইরের মানুষজন বুঝবে না। ত্যাগীরা মনোনয়ন পেলে আমি ভাববো যে একজন অভিভাবকের অধীনেই আমি নির্বাচন করছি।”

RSS
Follow by Email