রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
Led03রাজনীতি

ত্যাগীরা যদি সুযোগ না পায়, রাজনীতি কঠিন হয়ে পড়বে: সাবেক এমপি কালাম

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা যদি যথাযথভাবে সম্মানিত না হয়, তবে সামনের দিনে রাজনীতিতে অনাগ্রহ থেকে ‘শূন্যতা সৃষ্টি’ হওয়ার আশঙ্কা দেখা দেবে। কঠিন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ত্যাগীদের মূল্যায়ন অপরিহার্য বলে তিনি মনে করেন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জনগণ আমাকে একাধিকবার নির্বাচিত করেছেন। আমাদের স্পষ্ট কথা হলো আমরা একটা ঐক্যবদ্ধ নির্বাচনের অংশগ্রহন করতে চাই। তারেক রহমান আমাদের সাথে যখন বৈধক করেছেন, তখন বলেছিলেন। আগামীতে যে নির্বাচন হবে সেটা অনেক কঠিন নির্বাচন হবে। আমাদের যে ১৭ বছরের একটা নির্যাতনের অধ্যায় রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে হত্যা, গুম-খুন ও মামলার শিকার হয়েছি, সেটা তৃণমূল পর্যায়ে থেকে সবাই এটার অংশিদার। এটা বুঝতে হবে যে, আমরা ১৭ বছর দল করে নিজের অস্তিত রক্ষা করেছি। ত্যাগীরা যদি সুযোগ না পায় তাহলে সামনের দিনে রাজনীতি অনেক কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, পরীক্ষিত নেতাকর্মীরা যদি তাদের যথাযথ স্থানে সম্মানিত না হয়, তাহলে আগামী দিনে রাজনীতিতে অনাগ্রহ সৃষ্টি হবে এবং এতে রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হওয়ার দেখা যাবে।

তিনি আরও বলেন, আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আছি, যারা শহীদ প্র্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমাদের নাম আমাদের পরিচয় বহন করে না। আমাদের দেশের বাহিরেও আমাদের একটাই পরিচয় আমরা ধানের শীষের লোক। সামনে কটিন সময় আসছে। গত ১৭ বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার কীভাবে ক্ষতির শিকার হয়েছেন এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আগামী নির্বাচনে অবশ্যই জয়লাভ করতে হবে। এই জয়লাভের মাধ্যমে বিএনপিকেই ক্ষমতায় আসতে হবে। বিএনপিএকমাত্র দল যারা জাতীয়তাবাদকে ও দেশের সার্বোভৌমত্ব বিশ্বাস করে। আমরা সঠিক নেতৃত্বের জন্য তাকিয়ে আছি। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ কখনও ভুল করে নাই। আমাকে তিনবার নির্বাচিত করেছে কারণ এই বিএনপিকে মানুষ ভালবাসে। এটিই হয়ত আমার শেষ নির্বাচন হতে পারে। আমিও যদি মনোনয়ন না পাই এখানে যেই মনোনয়ন পাবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকবো। শুধু মুখে না মাঠ পর্যায়ে নেতে আমরা প্রমাণ করে দিবো আমরা অন্তরগত ভাবেও ঈমানদার। অতিতে দেখেছি আমাদের কথা দেয়া কিন্তু কাজ করে না। আগামী নির্বাচনে আমরা সেটা করে দেখাবো।”

RSS
Follow by Email