সোনারগাঁয়ের জনগণের ভোটেই ভাঙবে দখল-সন্ত্রাস চক্র: অঞ্জন দাস
লাইভ নারায়ণগঞ্জ: গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস নারায়ণগঞ্জ–০৩ (সোনারগাঁও) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ৪টায় চিটাগাং রোড থেকে গণসংযোগের মাধ্যমে এই প্রচারণার সূচনা হয়।
গণসংযোগে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলা, তাদের মতামত শোনা এবং এলাকার সমস্যা ও প্রয়োজন ঘিরে জনগণনির্ভর রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হয়। প্রচারণায় শ্রমিক, দোকানি, পরিবহন কর্মী, কলেজ শিক্ষার্থী ও স্থানীয় নারীদের সক্রিয় অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলে।
দলের নেতৃবৃন্দ জানান, এই গণসংযোগ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জনগণের মতামতকে নির্বাচন–পরবর্তী পরিকল্পনা ও ইশতেহারের কেন্দ্রে স্থাপন করার প্রক্রিয়া। নির্বাচনের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা, পথসভা, পাড়া–মহল্লা গণসংযোগ এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সঙ্গে আলোচনার উদ্যোগ অব্যাহত থাকবে।
গণসংযোগে বক্তব্যে অঞ্জন দাস নারায়ণগঞ্জ–০৩ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। তিনি এই এলাকার মানুষের অবহেলা, সন্ত্রাস, ভূমিদস্যুতা আর দখলদারিত্বের দৌরাত্ম্য বন্ধ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ–০৩ আসনের মানুষ বহু বছর ধরে যে অবহেলা, সন্ত্রাস, ভূমিদস্যুতা আর দখলদারিত্বের দৌরাত্ম্য সহ্য করে এসেছে—এটা আর চলতে দেওয়া যায় না। যারা এই এলাকায় জনগণের জমি, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, শান্তিপূর্ণ জীবনকে জিম্মি করে রেখেছে, তাদের বিরুদ্ধে জনগণের পক্ষের রাজনীতিই হবে সবচেয়ে বড় প্রতিরোধ।”
তিনি প্রশ্ন তোলেন, যেখানে পাড়া-মহল্লায় ভয়ের রাজত্ব, দখলবাজির নেটওয়ার্ক এবং ভূমিদস্যুতার আধিপত্য রয়েছে, সেখানে উন্নয়ন কীভাবে সম্ভব?
অঞ্জন দাস জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নারায়ণগঞ্জ–০৩ আসনকে মুক্ত করতে হলে জনগণের ভোটই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।… জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তাদের একেকটি মূল্যবান ভোটের শক্তিতে আমরা এই দখল–সন্ত্রাস–ভূমিদস্যু চক্রের আধিপত্য ভেঙে, মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা ফিরিয়ে আনব—এটাই আমাদের লড়াই, এটাই আমাদের প্রতিশ্রুতি।”
তিনি সমতার ভিত্তিতে উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার জানিয়ে বলেন, জনগণের মূল্যবান ভোট ন্যায়ের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে এবং তাদের ভোটেই পরিবর্তনের পথ খুলবে।
গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নিয়ামুর রশিদ বিপ্লব, আলঙ্গীর হোসেন আলম, পপি রাণী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন,গণসংহতি আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো: জিয়াউর রহমান, সদস্য সচিব মো: সোহাগ, সোনারগাঁও উপজেলা আহ্বায়ক এম এইচ প্রান্ত এবং সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, দপ্তর সম্পাদক রনি শেখ, প্রতিবেশ আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান ও সহ-সভাপতি ইউশা ইসলামসহ নেতৃবৃন্দ।
