জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা অপরিহার্য: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়, বরং ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত অভিভাবক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, একজন মানুষ যত পড়ালেখা করে জ্ঞান অর্জন করুক না কেন, যদি তার জীবনে ধর্মীয় শিক্ষা না থাকে, তবে সেই জ্ঞান অর্জন করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা বা জীবনের ‘ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া’ সম্ভব হবে না।
তিনি জোর দিয়ে বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলে মেয়েরা জ্ঞান অর্জন করবে পড়ালেখা করে, পাশাপাশি সে তার ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা গ্রহণ করে ইহকালীন এবং পরকালীন দুই পৃথিবীর কল্যাণ লাভ করার জন্য যোগ্যতা অর্জন করবে—এটা আমাদের প্রথম লক্ষ্য।”
অধ্যক্ষ গিয়াসউদ্দিন অভিভাবকদের উদ্দেশে বলেন, সকল শিক্ষার মধ্যে সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো সেই জীবন বিধান অর্জন করা, যা সৃষ্টিকর্তা মানবজাতির জন্য দিয়েছেন। তিনি বলেন, যেই স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন, তার দেওয়া জীবন বিধানের শিক্ষা অর্জন করা প্রথম প্রয়োজন।
তিনি কলেজের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য সম্পর্কে বলেন, “আপনারা জানেন আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা, এ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা।”
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিশির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, আবু সুফিয়ান শুভসহ কলেজের অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
