শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led02রাজনীতি

অনেক মানুষের প্রত্যাশা আমাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়: মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: “সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা”—বিএনপি ঘোষিত এই ৩১ দফা স্লোগানকে সামনে রেখে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সোনারগাঁয়ের ৪৪নং সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন হাজার প্রান্তিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এই সেবার আওতায় রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ করা হয় এবং ডায়াবেটিস ও ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত নারী-পুরুষ রোগীদের উদ্দেশ্যে অধ্যাপক মামুন মাহমুদ তার উদ্যোগের পেছনের মানসিকতা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ দফা হলো ‘সবার জন্য চিকিৎসা’।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমি খেয়াল করে দেখেছি আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে আমাদের পুরুষেরা শহর কিংবা হাট বাজারে গিয়ে কিছুটা চিকিৎসা সেবা পেলেও, নারীরা কিন্তু একেবারে বঞ্চিত হয়।”

তিনি আরও বলেন, এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন একদিনের জন্য হলেও তারেক রহমানের ঘোষিত সার্বজনীন চিকিৎসা সেবা পেতে পারে, সেই চিন্তা থেকেই এই ক্যাম্পের আয়োজন। তিনি উল্লেখ করেন, এই ক্যাম্পে এমন অনেক ৬০ বছর বয়সী মানুষও এসেছেন, যারা এর আগে কোনোদিন ডাক্তার দেখানোর সুযোগ পাননি।

অধ্যাপক মামুন মাহমুদ জানান, ক্যাম্পে আগত বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রফেসররা রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণের ওষুধ এবং যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের জন্য চোখের ডাক্তার ও বিনামূল্যে চশমার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ২১ হাজার পরিবারকে সেবা দিতে পারার জন্য মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে দল থেকে এমপি মনোনয়ন দিল কি দিল না সেটা বিষয় নয়, কিন্তু অনেক মানুষের প্রত্যাশা আমাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এবং যদি দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এভাবেই আমি মানুষের জনসেবা করতে করতে আমার জীবনটা পার করে দেবো ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, তার ব্যক্তির কোনো স্বাদ বা লালসা নেই এবং ছোটবেলা থেকেই তিনি মানবিক সেবা নিয়ে মানুষের ঘরের দরজায় দরজায় যান।

নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আল্লাহ্ আমাদের সেই সকল ষড়যন্ত্র থেকে যেন মুক্তি দেয়। আমরা যেন একটি কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না দেয়।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, জেলা যুবদল নেতা আওলাদ হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি সুরুজ মিয়া, নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল আলম রফিক, সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email