নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ডেঙ্গু আক্রান্ত
লাইভ নারায়ণগঞ্জ, স্টাফ করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় এবং গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি নিজ বাড়িতে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় তার অসুস্থতার সংবাদে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় ছুটে যান। নেতৃবৃন্দ অ্যাডভোকেট টিপুর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
