শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led05জেলাজুড়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৬০০ টাকায় মাসব্যাপী আনলিমিটেড ট্রেনযাত্রা

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নিয়মিত যাত্রীদের জন্য একটি বড় সুখবর দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং যাতায়াত খরচ সাশ্রয়ের লক্ষ্যে রেল কর্তৃপক্ষ এই রুটে মাসব্যাপী ৬০০ টাকার আনলিমিটেড ট্রেনযাত্রা সুবিধা চালু করেছে। এই বিশেষ টিকিট কেটে একজন যাত্রী পুরো এক মাস ধরে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত যতবার প্রয়োজন, ততবার যাতায়াত করতে পারবেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে ট্রেনের একমুখী ভাড়া ২০ টাকা হওয়ায় দৈনিক যাওয়া-আসায় খরচ হয় ৪০ টাকা। অন্যদিকে, বাসে এই যাতায়াতে প্রতিদিন খরচ হয় প্রায় ১০০ টাকা, যার ফলে নিয়মিত যাত্রীদের মাসিক খরচ দাঁড়ায় প্রায় দেড় হাজার টাকা। ট্রেনের সাধারণ টিকিটেও মাসিক খরচ হয় প্রায় ১২০০ টাকা। এর পাশাপাশি, নিয়মিত যাত্রীদের জন্য প্রতিবার টিকিট কাটার ঝামেলাও ছিল একটি বড় ভোগান্তির কারণ।

রেলওয়ের চালু করা নতুন ৬০০ টাকার এই বিশেষ টিকিটের সুবিধার ফলে নিয়মিত যাত্রীদের মাসিক যাতায়াত ব্যয় প্রায় অর্ধেকে নেমে এলো। একইসঙ্গে, প্রতিদিন টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলাও দূর হলো। নিয়মিত যাত্রীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বস্তির বিষয়।

নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম খান জানান, কোনো যাত্রী মাসে কম যাতায়াত করলেও এই বিশেষ টিকিটের কারণে তার আর্থিক ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনো অনেক নিয়মিত যাত্রী এই ব্যবস্থা সম্পর্কে অবগত নন এবং তারা প্রতিবার সাধারণ টিকিট কেটেই যাতায়াত করছেন। তিনি জানান, বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী এই বিশেষ সুবিধা গ্রহণ করেছেন। যথাযথ প্রচার বাড়লে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

RSS
Follow by Email