সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পার্কিং করা মিনিবাসে অগ্নিকাণ্ড
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে বাসের ভেতরে কোনো যাত্রী বা লোক না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘নাফ পরিবহন’-এর মিনিবাসটি (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) শুক্রবার রাতে সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা হয়েছিল। চালক বাসটি রেখে চলে যান। রোববার ভোর ছয়টার দিকে হঠাৎ করেই বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। অগ্নিকাণ্ডের ফলে বাসের বডি, ভেতরের সিট, অভ্যন্তরীণ অংশ এবং জানালার কাঁচ পুরোপুরি পুড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে নাকি এটি কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, নৈশ প্রহরী বাবুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি পাশের ওয়াশরুমে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাসে আগুন লেগেছে। তিনি আরও নিশ্চিত করেন যে বাসের বডি, সিট ও জানালার কাঁচ সম্পূর্ণ পুড়ে গেছে, তবে বাসের আশেপাশে কোনো লোকজনকে দেখা যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও ভেতরে কোনো মানুষ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। তিনি আরও বলেন, যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা পাওয়া গেছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
