শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led05রাজনীতি

মাসুদুজ্জামান ভাইকে জয়ের মুকুট পরিয়ে ধানের শীষকে বিজয়ী করবো: ময়না

লাইভ নারায়ণগঞ্জ, স্টাফ করেসপন্ডেন্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মহিলা দল ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করার অঙ্গীকার করেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের চতুর্থ তলার কেফেটেরিয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না’র নেতৃত্বে এই বিষয়ে একটি রাজনৈতিক সভার আয়োজন করা হয়

সভায় সভাপতির বক্তব্যে দিলারা মাসুদ ময়না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা তারা দীর্ঘ এক বছর ধরে পরিচালনা করেছেন। তিনি বলেন, “সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ধানের শীষের যাকে দল মনোনয়ন দিয়েছেন, তার সঙ্গে মহিলা দলের সব নেত্রীকে নিয়ে আমরা কাজ করবো। ইনশাআল্লাহ, মাসুদুজ্জামান মাসুদ ভাইকে জয়ের মুকুট পরিয়ে ধানের শীষকে বিজয়ী করবো।”

তিনি মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেন: “আপনারা সব ওয়ার্ডে, সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মা–বোনদের কাছে ভোট চাইবেন। ৩১ দফায় নারীদের নিয়ে যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো ভোটারদের বুঝিয়ে বলবেন। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আজকের মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা আলোচনা হয়েছে, সেগুলো কঠোরভাবে পালন করবেন এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য ভোট চাইবেন।”

দিলারা মাসুদ ময়না বলেন, তারা প্রার্থীর কাছে কোনো ব্যক্তিগত চাওয়া রাখেন না। তাদের একমাত্র প্রত্যাশা, “আমরা মাসুদ ভাইয়ের কাছে কিছু চাই না। শুধু চাই তিনি যেন নারায়ণগঞ্জ মহানগরের নারী নেতৃবৃন্দকে সম্মান দেন, পাশে থাকেন, খোঁজখবর নেন এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করেন। এতে জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, তারা একযোগে মাসুদুজ্জামান মাসুদ এবং বিএনপির উভয়ের জন্যই কাজ করবেন। পাশাপাশি, তিনি মাসুদ ভাইয়ের প্রতি মহানগরের প্রত্যেক নেতাকর্মীর পাশে দাঁড়ানো এবং তাদের মূল্যায়ন করার অনুরোধও জানান।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কিশোর দলের সভানেত্রী লিপি খন্দকার, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দীপালী আক্তার, ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী লিপি আক্তার, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পপি হোসেন, ১৮ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমি আক্তার, সালমা আক্তারসহ মহিলা দলের আরও অনেকে।

RSS
Follow by Email