শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led01অর্থনীতিরাজনীতি

মোহাম্মদ হাতেম’র সাথে বেয়াদবির ঘটনার প্রতিবাদ, ‘কুচক্রীমহল দোসর আখ্যা দিচ্ছে, এটা অন্যায়’

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে অনাকাঙ্খিত ঘটনা এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে তাঁর নিজ গ্রাম কুমিল্লার দয়াপুরে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর এই সভায় মোহাম্মদ হাতেমের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও বিএনপির ঘোষিত প্রার্থী মনিরুল হক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিবাদ সভায় কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, “মোহাম্মদ হাতেম কখনই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত ও অর্থনীতির প্রয়োজনে তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পাশে থেকে পলিসি প্রণয়নে কাজ করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “মোহাম্মদ হাতেমের পরিবার এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসা মসজিদ নির্মাণসহ অসহায়দের পাশে থেকে সহযোগিতা করেছে। সংগঠন ও ব্যবসায়ী কাজে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক রাখতে হয়েছে। কুচক্রীমহল তাঁকে স্বৈরাচারের দোসর আখ্যা দিচ্ছে, এটা অন্যায়। এর তীব্র নিন্দা জানাচ্ছি।” তিনি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাবেক প্যানেল মেয়র হারুন এবং কমিশনার খলিল তাঁদের বক্তব্যে বলেন, ” বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের উপর কোনো রকম অন্যায় ট্যাগ দিয়ে দোষারোপ করার অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি কোন দলের নয়, সকল ব্যবসায়ীর। দেশ ও জাতীয় অর্থনীতির জন্য মোহাম্মদ হাতেমের মতো ব্যক্তিরা জাতির গর্বিত সন্তান”

বক্তারা তোলারাম কলেজের একটি প্রোগ্রামে ছাত্রদল নেতা পরিচয়ে মোহাম্মদ হাতেমকে হেনস্থা করা এবং বিভিন্ন সময় একটি কুচক্রীমহলের তাঁকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান। তাঁরা সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান।

RSS
Follow by Email