শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ, আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ হোসেন (৩১) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে জনতা ও পুলিশ। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজে এই নাশকতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে দুষ্কৃতিকারীরা ফুটওভার ব্রিজের উপর টানানো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কয়েকটি ব্যানারে অগ্নিসংযোগ করে। এ সময় আগুন দ্রুত পুরো ফুটওভার ব্রিজে ছড়িয়ে পড়লে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে।

পরে স্থানীয়রা এগিয়ে গেলে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যেতে শুরু করে। এ সময় রিয়াজ হোসেন নামে এক যুবক জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে অভিযুক্ত যুবক রিয়াজকে আটক করে।

আটক রিয়াজ হোসেন সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিহাকাহির এলাকার জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম জানান, “আটক ব্যক্তি আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাওয়া এক হাজার টাকার বিনিময়ে তিনি ফুটওভার ব্রিজের উপর টানানো ব্যানারগুলোতে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়েছেন।” ইন্সপেক্টর আরও বলেন, “আটক ব্যক্তি আরও বলেছেন, তাঁর সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি ব্যানারে কেরোসিন তেল ঢেলে দেন এবং তিনি আগুন ধরান। তবে তাঁর সঙ্গে থাকা ওই ব্যক্তির নাম পরিচয় তিনি জানেন না।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ফুটওভার ব্রিজের উপর আমার কয়েকটি ব্যানারে আগুন দেওয়ার সময় স্থানীয় একজন পথচারী দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আমাকে ফোন করে বিষয়টি জানান। আগুন দেওয়ার সময় স্থানীয়রা একজনকে ধরতে সক্ষম হয়েছে। তবে কে বা কারা এই নাশকতা করেছে আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। এর আগেও কাঁচপুর ব্রিজের নিচে টানানো আমার আরেকটি বিলবোর্ড খুলে ফেলা হয়েছিল। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি করছি।’

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনূর আলম জানান, আগুন দেয়ার ঘটনায় আর কারা জড়িত ছিল, তাদের সম্পর্কে বিস্তারিত জানতে আটক রিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RSS
Follow by Email