শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
রাজনীতি

পরিস্থিতিকে কিছুতেই যেন পতিত স্বৈরাচার নষ্ট করতে না পারে: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ‘পতিত স্বৈরাচারের’ নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনসাধারণের পক্ষে নারায়ণগঞ্জ শহরে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ- নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

পতিত স্বৈরাচার কর্তৃক ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশে অরাজকতা তৈরির ‘নীল নকশার’ প্রতিরোধে শান্তিপ্রিয় ইসলামী সমমনা দল ও প্রশাসন কঠোর অবস্থানে ছিল বলে জানা যায়।

অবস্থান কর্মসূচিতে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “দীর্ঘ ১৬ বছর আওয়ামী স্বৈরাচার জুলুম নির্যাতন চালিয়ে দেশকে বসবাসের অনুপযোগী করে রেখেছিল। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশে এক নতুন সূর্য উদিত হয়েছে। শান্তিপূর্ণভাবে দেশের মানুষ দিনযাপন করছে।” তিনি সতর্ক করে দেন, এই পরিস্থিতিকে কিছুতেই যেন পতিত ও নব্য কোনো স্বৈরাচার নষ্ট করতে না পারে, সেই ব্যাপারে সকলকেই সজাগ ও সচেতন থাকতে হবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন: ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, ছাত্রনেতা মোঃ জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email