শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
রাজনীতি

এনসিপির নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন নিলেন শোয়াইব রহমান

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর, বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শোয়াইব রহমান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাহত এবং বন্দর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি মনোনয়নের ফরম গ্রহণ করেন।

মনোনয়ন সংগ্রহের পর শোয়াইব রহমান সাংবাদিকদের বলেন, “এবারের নির্বাচন মূলত শহীদ ও আহতদের ত্যাগের ফল। চাঁদাবাজ ও মাদকমুক্ত, বৈষম্যহীন একটি নারায়ণগঞ্জ-৫ গঠনের লক্ষ্যে এনসিপির হয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের অধিকার নিশ্চিত করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এবং দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী।

RSS
Follow by Email