কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণস্বাক্ষর
লাইভ নারায়ণগঞ্জ: কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গণস্বাক্ষর প্রদানকালে সাধারণ জনগণ অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সাংসদ শামীম ওসমান-এর কারণে কুতুবপুরবাসী উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ৫টা পর্যন্ত পশ্চিম রসূলপুর (ভাঙ্গাপুল), উত্তর রসূলপুর, মধ্য রসূলপুরসহ বৃহত্তর রসূলপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে স্বাক্ষর প্রদান করেন।
স্বাক্ষর প্রদানকারী সাধারণ জনতা অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একাধিকবার কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করলেও, গডফাদার শামীম ওসমান এবং তাঁর অনুসারী চেয়ারম্যান-মেম্বাররা এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
কুতুবপুরবাসী বর্তমান ইউনুস সরকার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট কুতুবপুরের দশ লক্ষ মানুষকে দ্রুত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের এই দাবি পূরণ করা না হলে প্রত্যেক পাড়া-মহল্লায় সিটি কর্পোরেশন বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রাম গড়ে তোলা হবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতৃবৃন্দ জানান, এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস.এম কাদির, বায়তুল আমান জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব আলী একাবর ঢালী, কুড়েঘর ঞযব ঐঁঃ এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ মেহেদী, পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক মোঃ আনোয়ার তরফদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ লিটন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
