শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারের চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা পায়রা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোবারক হোসেন (৫০)। সে নরসিংদী জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার প্রবেশ পথ চৌরাস্তা পায়রা চত্বর এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। আকস্মিক বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে মোবারক হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবারক ককটেল বিস্ফোরণের সময় দৌড় দিচ্ছিলেন। এই কারণে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

RSS
Follow by Email