শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Led02গণমাধ্যমসদর

না.গঞ্জে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ‘নভেম্বরের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে’

লাইভ নারায়ণগঞ্জ: বহুল প্রতীক্ষিত সাংবাদিক সুরক্ষা আইন চলতি নভেম্বর মাসের মধ্যেই পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আইনটি পাস হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। কর্মশালাটির বিষয় ছিল ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’।

সাংবাদিক সুরক্ষা আইন প্রসঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি পাস হতে যাচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, “এই আইন পাস হলে সাংবাদিকরা কিছুটা হলেও শারীরিক ও পেশাগতভাবে সুরক্ষা পাবেন। এই আইনটা পাস হওয়া দরকার। আমি আশা করি এই মাসেই এই আইনটা পাস হয়ে যাবে।”

তিনি আরও জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও প্রেস কাউন্সিলের প্রস্তাবিত আরও বেশ কয়েকটি আইন বাস্তবায়নের পথে রয়েছে এবং সে আইনগুলোও অচিরেই পাস হবে।

কর্মশালায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে চেয়ারম্যান বিস্তারিত ব্যাখ্যাসহ এর জবাব দেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালাটি সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার।

কর্মশালায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email