সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমলা (৪৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শিমরাইল এলাকার সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কমলা তাঁর মেয়ে এবং দুই নাতনিকে নিয়ে শিমরাইল মোড় থেকে কাঁচপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ধাক্কায় কমলা অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ঠিক তখনই ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করতে সক্ষম হন। তবে ট্রাকটির চালক এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অটোরিকশা চালক দুজনই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে দায়ী করেছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই শিমরাইল মোড় থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়কের ওপর অসংখ্য অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে, যা নিয়মিত দুর্ঘটনার জন্ম দিচ্ছে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) জুলহাস উদ্দিন বলেন, “অবৈধ অটোরিকশাগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়ের করছি। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে উঠে পড়ছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
