শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Led01আদালতরাজনীতি

আ.লীগের ডাকা লকডাউনে পেছালো আইভীর ‘শ্যোন অ্যারেস্ট’ শুনানির তারিখ

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদনের শুনানির তারিখ পিছিয়ে গেছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হতে পারেনি।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, দেশে চলমান ‘লকডাউন’ কর্মসূচীকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে আসামিকে বৃহস্পতিবার আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন পক্ষও দাঁড়াতে পারেনি।

পরবর্তীতে, সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানির পরবর্তী তারিখ পিছিয়ে আগামী ১৮ নভেম্বর ধার্য করে আদেশ দিয়েছেন। আদালত পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওইদিন আসামিকে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হতে পারে।

গত রোববার দুপুরে হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এই পাঁচটি মামলায় আইভীকে জামিন দেন।

তবে জামিন আদেশের পর পরই আইভীর আইনি জটিলতা আরও বাড়ে। ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় এবং পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। আদালত পাঁচটি মামলাতেই ‘শ্যোন অ্যারেস্ট’-এর আবেদনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছিল, যা আজ পিছিয়ে গেল।

এর মধ্যে, পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশটি গত বুধবার আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করে দিয়েছে।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়।

RSS
Follow by Email