নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে র্যাবের কঠোর অবস্থান, চাষাড়ায় বিশেষ চেকপোস্ট
লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৩ নভেম্বরের সম্ভাব্য নাশকতা এড়াতে এবং জননিরাপত্তা ও শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
র্যাব সদস্যরা এসময় মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে র্যাব জানায়।

র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মোহম্মদ আল মাসুদ খান এই বিষয়ে বলেন, আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় র্যাবের চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় টহল দিয়েছি। এখনো টহল করছি, পাশাপাশি আমরা চেকপোস্ট পরিচালনা করছি।
তিনি আরও বলেন, বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় আমরা টহল করতেছি। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িগুলো আমরা চেক করছি। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের র্যাব কার্যকর ভূমিকা পালন করছে।
