যারা জীবন দিয়েছেন তাদের অবদান আমরা কখনো ভুলব না: মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বিগত ফ্যাসিবাদকালে জাতীয়তাবাদী দলের যে সকল নেতা-কর্মী জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাঁদের অবদান কখনও ভোলা সম্ভব নয়। তিনি বন্দরবাসীর পাশে থাকার এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবসময় এগিয়ে আসার অঙ্গীকার করেছেন।
বুধবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে ‘কেমন বন্দর চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে বন্দর প্রেস ক্লাব, যার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজ, সুধীজন এবং সাধারণ জনগণের মধ্যে মতবিনিময় ও সংলাপের একটি উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিবাদিকালে সবচেয়ে বেশি ত্যাগ করেছে জাতীয়তাবাদী দল। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের অবদান আমরা কখনো ভুলব না। আমি বন্দরবাসীর পাশে আছি এবং থাকব। এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় এগিয়ে আসব।
মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বাইরে যাওয়ার আমার কোনো জায়গা নেই। এই শহরের মানুষের সেবা ও সহযোগিতাই আমার অঙ্গাঙ্গী দায়িত্ব। তিনি নীতিমালা সংশোধনের মাধ্যমে সরকারকে আরও দক্ষ, স্বচ্ছ ও যুগোপযোগী করে তোলার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা মাসুদুজ্জামান মাসুদের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। সাংবাদিকদের মতে, তিনি একজন বড় মনের সমাজসেবক।
তাঁরা উল্লেখ করেন, রমজান মাসে তাঁর দিকনির্দেশনায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে, যা গরীব, দুঃখী ও অসহায়দের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। সাংবাদিকরা বলেন, “আমরা মাসুদ ভাইকে সম্মান করি ও তাঁর জন্য দোয়া করি যেন আল্লাহ তাঁকে জনগণের সেবা করার সুযোগ দেন। প্রেস ক্লাব সবসময় তাঁর জন্য উন্মুক্ত, এবং নির্বাচিত হলে আমরা আশা করি তিনি ক্লাবের দিকে সু-নজর রাখবেন।”
সভায় বক্তৃতা ও মতামত প্রদান করেন বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, সাংবাদিক ইমন শাহরিয়ার, সাধারণ সম্পাদক, বন্দর নাগরিক কমিটি (বনাক) কবির সোহেল, আহ্বায়ক, বন্দর উন্নয়ন ফোরাম হাফেজ মো. কবির হোসাইন, অ্যাডভোকেট শরীয়ফুল ইসলাম শিপলু সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্যবৃন্দ মনোয়ার হোসেন শোখন, শহিদুল ইসলাম রিপন, শাখাওয়াতুল ইসলাম রানা, বন্দর উপজেলা বিএনপি সভাপতি শাহেন শাহ্, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন সহ যুবদল, কৃষকদল ও বিএনপির অন্যান্য সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।
