বায়ুদূষণ রোধে ব্যবসায়ী-মালিকদের সাথে সভা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে সেখানকার বালু ব্যবসায়ী-মালিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী দূষণ রোধে বেশ কিছু পদক্ষেপ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ।
সভায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ২০ অনুযায়ী প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ মোতাবেক পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে নিচের পদক্ষেপসমূহ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়:
পানি স্প্রে: বালুর স্তূপ, লোডিং ও আনলোডিং পয়েন্ট এবং পরিবহন পথের আশেপাশে নিয়মিত পানি স্প্রে করতে হবে। ট্রাক ঢাকা: বালু মজুত করার জায়গা এবং বালু বহনকারী ট্রাকগুলোকে উপযুক্ত কভার বা ত্রিপল দিয়ে ঢেকে চলাচল করতে হবে। নিয়মিত পরিষ্কার: বালু লোড বা আনলোড করার সময় আশেপাশে অথবা মূল সড়কে যে বালু বা ধুলো পড়ে, তা নিয়মিত লোকবল দ্বারা পরিষ্কার করতে হবে। গতি নিয়ন্ত্রণ: বালু পরিবহনকারী ট্রাকগুলো নির্দিষ্ট এলাকার মধ্যে ধীর গতিতে চালানো হবে, কারণ দ্রুত গতির কারণে বেশি ধুলো উড়তে পারে। স্বাস্থ্য সুরক্ষা: কর্মীদের ধুলো থেকে বাঁচতে N95 বা উন্নত মানের মাস্ক পরতে উৎসাহিত করতে হবে।
সভায় সহকারী পরিচালক মোঃ রাসেল মাহামুদ বক্তব্য প্রদান করেন। বালু ব্যবসায়ী/মালিকদের মধ্যে বক্তব্য রাখেন বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সদস্য মোঃ মাহাবুব হোসেন এবং আলীমুল রাজী।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে যে এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজন অব্যাহত থাকবে।
