বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Led04রাজনীতিশিক্ষা

মোহাম্মদ হাতেমের সাথে ঔদ্ধত্য আচরণ করা সেই ছাত্রদল নেতার ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের একটি অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন জিয়া। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা ২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল আইডী থেকে তিনি এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে ছাত্রদল সভাপতি মো. মনির হোসেন জিয়া যা বলেন, তা পাঠকের সুবিধার্থে হুবহু নিচে তুলে ধরা হলো:

“আমি মোঃ মনির হোসেন জিয়া সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি।

কিছু দিন আগে শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে এনসিপি’র এক নেতা হাতেম সাহেব কে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর আখ্যায়িত করে বক্তব্য দিয়েছিল। যে টা বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়। এ ঘটনার পূর্বে আমি তাঁর সম্পর্কে জানতাম না। মঙ্গলবার সরকারী তোলারাম কলেজে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টির একটি অনুষ্ঠানে তিনি অতিথি হয়ে কলেজে আসেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে কিছু ছাত্র/ছাত্রী কলেজে আমার কাছে এসে অভিযোগ করে বলে যে তিনি একজন ফ্যাসিস্টের দোষর আমাদের কলেজে কি করে আসে? তাকে কলেজ থেকে বের করে দেয়ার জন্য বলতে থাকে। তার পরে এক পর্যায়ে আমি আবেগ প্রবন হয়ে আমার সঙ্গীদের সাথে নিয়ে গিয়ে তাকে কলেজ থেকে চলে যেতে বলি।
আমি এখন বুঝতে পারছি তার মত একজন সম্মানিত ব্যক্তি, যিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন শীর্ষ ব্যবসায়ী নেতা, যিনি দেশের সর্বোচ্চ রপ্তানি খাতের একজন শীর্ষ নেতা, তাঁর সাথে এমন আচরণ করা কোনভাবেই ঠিক হয়নি । আমি এরকম আচরণ এর জন্য মোহাম্মদ হাতেম সাহেব সহ বিকেএমইএ’র সকল সদস্য ব্যবসায়ীদের কাছে এবং দেশে-বিদেশে তাঁর সকল শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ট্রেড বডির নেতা হিসেবে তাঁদেরকে সব সময়েই যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের সম্পর্ক রেখেই চলতে হয়। আমি না বুঝেই তাঁর সাথে অসম্মানজনক একটি আচরন করে ফেলেছি যা অনেককেই মর্মাহত করেছে। ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা না ঘটার প্রতিশ্রুতি দিচ্ছি।”

RSS
Follow by Email