বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Led05রাজনীতিরূপগঞ্জ

নাশকতার পরিকল্পনার অভিযোগে রূপগঞ্জে ৪জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একটি আবাসন প্রকল্পের ভেতরে গোপন বৈঠক চলাকালে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের ‘হোম টাউন’ নামে একটি আবাসন প্রকল্পের ভেতর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।

আটককৃত চারজন হলেন, ভোলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির হোসেন মোল্লা (৪৫), সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার মোল্লা (৩৮), তারাব পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ (২৩) ও শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া (৫৬)।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বৈঠকে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের এই পরিকল্পনার পেছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email