বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
রাজনীতি

নাশকতা ঠেকাতে প্রস্তত ফতুল্লা থানা যুবদল, ইকবালের নেতৃত্বে কাশীপুরে মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সম্ভাব্য ‘লকডাউন’ এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ফতুল্লা থানা যুবদল সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নির্দেশে এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

মঙ্গলবার বিকেলে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় থানা যুবদলের সহ-সভাপতি সৈকত হাসান ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। কাশীপুর গোয়ালবন্দ এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে ফতুল্লা থানা যুবদলের নেতৃবৃন্দসহ কাশীপুর ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সৈকত হাসান ইকবাল আওয়ামী লীগের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিগত ১৭ বছরে আপনাদের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ আমরা লক্ষ্য করেছি। আপনাদের কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এখন যদি চোরাগুপ্তা হামলা বা ঝটিকা মিছিলের মাধ্যমে কাশিপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে এর পরিণাম হবে ভয়াবহ।

তিনি আরও বলেন, ফতুল্লা থানা যুবদল ও কাশীপুর ইউনিয়ন যুবদল প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। আমরা রাজপথেই আপনাদের মোকাবেলা করব, ইনশাআল্লাহ।”

সমাবেশে যুবদল নেতারা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু আওয়ামী লীগ যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, যুবদল জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এ সময় এলাকার সাধারণ মানুষ মিছিলের পাশে দাঁড়িয়ে যুবদলের শান্তিপূর্ণ অবস্থানকে স্বাগত জানান।

তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যুবদলের এই প্রকাশ্য বিরোধের কারণে কাশীপুর এলাকায় উত্তেজনা কিছুটা বাড়তে পারে।

ফতুল্লা থানা যুবদল জানিয়েছে, যেকোনো ধরনের উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি হলে তারা রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।

RSS
Follow by Email