বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বন্দররাজনীতি

জাতীয় সমাবেশ সফল করতে বন্দরে তরিকুল সুজনের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৪ নভেম্বর জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিতব্য গণসংহতি আন্দোলনের সমাবেশ ও ‘মাথাল র‍্যালি’ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী জননেতা তরিকুল সুজন গণসংযোগ করেছেন। সোমবার বিকেলে বন্দর শীতলক্ষ্যা সেতুর সামনে থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

গণসংযোগ চলাকালে তরিকুল সুজন সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন সমাবেশ ও মাথাল র‍্যালিকে সফল করতে সকলের অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

এই কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, মহানগর সদস্য ফারহানা মানিক মুনা, জেলার যুগ্ম-সমন্বয়কারী আলমগীর হোসাইন আলম, বন্দর গণসংহতি আন্দোলনের সংগঠক ইবাদত হোসেন, মোঃ ইসলাম মিয়া, কাসেম সর্দার ও নিসার আহমেদ।

এছাড়াও বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক নিসা ফেরদৌসসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এই গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন।

RSS
Follow by Email