জুলাই সনদ ও গণভোটের দাবিতে নারায়ণগঞ্জ থেকে মুফতি মাসুম বিল্লাহর বিশাল মিছিল
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন’ সহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের বিশাল সমাবেশ আজ ঢাকার পল্টন মোড়ে অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের বহু নেতাকর্মী যোগ দেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক মুহা. বিলাল খান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ বেলাল, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের এক বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মুফতি মাসুম বিল্লাহ জানান, জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের বিষয়ে সরকারের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত না আসায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।
সেই প্রেক্ষিতে আট দলীয় জোট নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, আলোচনার সময় চাওয়া: জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে আলোচনার জন্য আগামীকাল ১২ নভেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চাওয়া হবে। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি: প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় ‘জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে’ ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসলে আগামীকাল ১২ নভেম্বর ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
শীর্ষ নেতৃবৃন্দের এই সিদ্ধান্ত চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে।
