বুধবার, নভেম্বর ১২, ২০২৫
Led02অর্থনীতিশিক্ষা

তোলারাম কলেজে অনাকাংখিত ঘটনার বিষয়ে যা বললেন মোহাম্মদ হাতেম

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত একটি উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠানে গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে সৃষ্ট অনাকাংখিত ঘটনায় নিজের অবস্থান পরিস্কার করেছেন । মোহাম্মদ হাতেম এই ঘটনায় রাজনৈতিক লেজুড়বৃত্তি না করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মোহাম্মদ হাতেম সাংবাদিকদের কাছে তাঁর দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যা তুলে ধরেন।

তিনি এটিকে ‘পরিহাস’ বলে মন্তব্য করে বলেন, “বিগত সরকারের আমলে আমাকে বিএনপি-জামায়াত আখ্যায়িত করা হয়েছে। বিগত সরকার দেখেছে আমি তাদের কোনো পার্টিতে সংযুক্ত হইনি। ওই সময়ে কিছু স্বার্থান্বেষী মানুষ আমাকে জামাত-বিএনপি বলে আখ্যায়িত করেছেন। আর এখন যখন ওই সরকার বিদায় নিলো, এখন আমাকে ওই সরকারের দোসর বানানো হচ্ছে। এটাই আসলে পরিহাস। তারা মনে করে তাদের দলের সাথে নাই তার মানে আমি বিরোধী দল করি।”

মোহাম্মদ হাতেম বলেন, আমার কাজ হলো জাতীয় অর্থনীতির স্বার্থে সরকারের সঙ্গে কাজ করা, কোনো রাজনৈতিক দলের চাটুকরিতা করা নয়।

তিনি বলেন, আমি আমার ট্রেডের স্বার্থে, বাংলাদেশের বিজনেস কমিউনিটি অর্থনীতির স্বার্থে আমার কাজই হলো সব সরকারের সাথে মিলে কাজ করা, সরকারের কাছ থেকে পলিসি আদায় করে নেয়া এবং আমার মেম্বারদের স্বার্থে হাসিল করা। যাতে কেউ বলতে না পারে আমি কোনো রাজনৈতিক দল থেকে নিজ স্বার্থে কোনো বেনিফিট নিয়েছি। এবং কোনো রাজনৈতিক দলের সাথে লেজুর ভিত্তিক করেছে এই রেকর্ড আমার নাই।”

তিনি আরও বলেন, “আমার কোনো সংগঠনের স্বার্থে সরকারের বিপক্ষে কথা বলতে হলেও আমি সেটা বলেছি। আগের সরকারের আমলেও বলেছি এখনও বলি। সরকার যেই থাকুক তার সাথে আমার সম্পর্ক থাকবে। সরকার থেকে আমার ইন্ডাস্টির স্বার্থে আমি এটা করবো।”

তিনি এই ঘটনার জন্য লোকাল বা স্থানীয় স্বার্থান্বেষী কোনো মহলকে দায়ী করেন, যাদের স্বার্থ হাসিল হয়নি। তিনি বলেন, “আর যে ছেলে করেছে সে আমার ব্যাপারে জানলে কোনোভাবেই করাতো না। ওই ছেলে আমার নিজ সন্তানের থেকেও জুনিয়র, হয়তো না বুঝেই করেছে এমন কাজ।”

উল্লেখ্য, আইবিডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত এই উদ্যোক্তা সম্মেলনে মোহাম্মদ হাতেমের বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্য চলাকালীন ছাত্রদলের বাধার মুখে সম্মেলনটি বন্ধ হয়ে যায়।

RSS
Follow by Email