মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
Led02অর্থনীতি

জাপানের বিনিয়োগ চাইলেন মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের নিটওয়্যার খাতে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের লক্ষ্যে জাপান টেক্সটাইল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (জেটিয়াইএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জাপানকে বাংলাদেশের ‘সবচেয়ে বিশ্বস্ত অংশীদার’ হিসেবে অভিহিত করেন। তিনি জাপানি প্রতিনিধিদলের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত অগ্রগতি প্রত্যাশা করেন, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ): দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)-এর দ্রুত বাস্তবায়ন। আরেকটি ‘চায়না প্লাস’ কৌশল: জাপানের ‘চায়না প্লাস সোর্সিং স্ট্র্যাটেজি’র অধীনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা।

বৈঠকে উভয় পক্ষ প্রযুক্তিগত সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার ওপর জোর দেয়। বিশেষ করে, মানবসৃষ্ট তন্তু (man-made fiber)-ভিত্তিক উৎপাদন বৃদ্ধিতে গভীর সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বিকেএমইএ এবং জেটিয়াইএ-এর এই বৈঠকটি বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই পোশাক অংশীদারত্বের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

RSS
Follow by Email