মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
ফতুল্লাসদর

কুতুবপুরকে সিটির আওতায় আনতে সেন্টুর সম্মতি

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু তাঁর আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে মতামত জানতে চাওয়া হলে তিনি লিখিতভাবে জানান যে, এই অন্তর্ভুক্তিতে তাঁর কোনো আপত্তি নেই।

কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনভুক্তিকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহিদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ নুরুল হক জমাদ্দার এবং সদস্য সচিব এস.এম. কাদির আজ ১০ নভেম্বর সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান।

নেতৃবৃন্দ বলেন, উপজেলা নির্বাহী অফিসার গত ৯ অক্টোবর তারিখের স্মারক নং- ০৫.৪১.৬৭০৪.০০১.০৩.০০২.১৬-৬৪৭ এর মাধ্যমে কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে চেয়ারম্যানের কাছে মতামত জানতে চেয়েছিলেন। এর জবাবে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু গত ৪ নভেম্বর তারিখে লিখিতভাবে ইউএনও-কে জানান যে, ইউনিয়নটিকে নাসিকে অন্তর্ভুক্ত করা হলে তাঁর কোনো আপত্তি নেই। কুতুবপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তারা চেয়ারম্যান সেন্টুকে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ আরও জানান, তারা কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্মারকলিপি, সংবাদ সম্মেলন ও নাগরিক সুধী সমাবেশ করে আসছেন। এর আগে গত ৬ই অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারণ বিষয়ে একটি স্মারক দেওয়া হয়েছিল, যেখানে কুতুবপুর ইউনিয়নকে আংশিকভাবে নাসিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। কুতুবপুরের সর্বস্তরের জনগণ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে তারা জানান।

কুতুবপুর ইউনিয়নভুক্তিকরণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি যতদিন না পর্যন্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ এবং বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা কুতুবপুরের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

RSS
Follow by Email