উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) ক্লাব প্রাঙ্গণে শুরু হলো ‘নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টূর্ণামেন্ট-২০২৫’। ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে বাদ আসর এই উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের সাবলিল সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধনের পর টেনিস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদ এবং বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ ও সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়।
এছাড়াও পরিচালনা পর্ষদ সদস্য সেলিমি রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহম্মেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও দিলারা মাসুদ ময়না এবং টেনিস উপ-কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।
ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, এই টুর্নামেন্ট ক্লাব সদস্যদের মধ্যে টেনিসের প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে।
