মুক্তি মিলছে না আইভীর, দুই থানার ৪ মামলায় গ্রেপ্তারের আবেদন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন হলেও এখনই তাঁর মুক্তি মিলছে না। উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার দিনই তাঁকে আরও চারটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। রবিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।
আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান নিশ্চিত করেন, রবিবার ও সোমবার বিকেলে সংশ্লিষ্ট আমলী আদালতে মামলা চারটিতে আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত এই আবেদন শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ ধার্য করেছেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করা মামলা চারটি হলো, ফতুল্লা মডেল থানার তিনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা। এবং সদর মডেল থানায় আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে করা মামলা।
পুলিশ সূত্রে জানা যায়, নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা এই চারটি মামলার একটিতেও ডা. আইভী এজাহারনামীয় আসামি নন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামলার এজাহারে আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা থেকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে। তদন্তে মামলায় বর্ণিত অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
