ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় মাসুদুজ্জামানের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
লাইভ নারায়ণগঞ্জ: মহান ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) চাষাড়ায় এই আয়োজনে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের জাতীয় বিপ্লবের ইতিহাস, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট এবং শহীদ সৈনিক ও দেশপ্রেমিক নাগরিকদের অবদান তুলে ধরা হয়। প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জিয়াউর রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ জাতির ভূমিকা এবং পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম ফুটে ওঠে।
বক্তারা বলেন, মহান ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক। এই চেতনা আজও বিএনপিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকারের জন্য লড়াই করতে প্রেরণা দেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু’র পরিচালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,আজকের রাজনৈতিক বাস্তবতায় ৭ নভেম্বরের চেতনা আগের যেকোনো সময়ের চেয়ে প্রাসঙ্গিক। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
বক্তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই বিএনপির চূড়ান্ত লক্ষ্য।
বক্তারা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, একজন নির্ভীক সমাজসেবী ও জননেতা হিসেবে তিনি নারায়ণগঞ্জের মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপি আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও জনমুখী শক্তিতে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও মনোয়ার হোসেন শোখন, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য মোঃ ফারুক হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মোঃ আলমগীর হোসেন, সহিদুল ইসলাম রিপন, এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক নেতা সরকার আলম, ৯০-এর দশকের সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন, মহিলা দলের নেত্রী সাজেদা খাতুন মিতা সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
