সোমবার, নভেম্বর ১০, ২০২৫
Led04সোনারগাঁ

কাঁচপুরে ২ হাজার কেজি জাটকা মাছ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ জাটকা মাছ পরিবহন ও বিক্রি রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বড় সাফল্য এসেছে। রবিবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা সকাল ৬টার দিকে দুটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালান।

তল্লাশির সময় দুটি ট্রাক থেকে প্রায় ২ হাজার কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রি রোধে কোস্ট গার্ড সব সময় তৎপর রয়েছে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাটকা জব্দের পর ট্রাকচালক ও তাদের সহকারীদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তী পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা মাছগুলো স্থানীয় মাদরাসা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এদিকে অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসুক জনতা ভিড় করে। সাধারণ মানুষ কোস্ট গার্ডের এই ধরনের পদক্ষেপের প্রশংসা করে জানান, এটি নদী ও মাছের প্রজনন রক্ষায় সহায়ক হবে, যা ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

RSS
Follow by Email